আঙ্কল টমস্ কেবিন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আঙ্কল টমস্ কেবিন (Uncle Tom's Cabin) হ্যারিয়েট বীচার স্টো লিখিত কালজয়ী উপন্যাস। ধারাবাহিকভাবে পত্রিকায় ছাপা হওয়ার পর ১৮৫২ সালের ২০শে মার্চ এই উপন্যাসটি বই আকারে প্রকাশিত হয়। এই বইয়ের মূল উপজীব্য বিষয় হচ্ছে তৎকালীন আমেরিকার দাসপ্রথা।