আগরতলা ষড়যন্ত্র মামলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা। পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানসহ ৩৪ জন ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করে।
১৯৬৮ সালের প্রথম ভাগে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয় যে, শেখ মুজিব ও অন্যান্যরা ভারতের সাথে মিলে পাকিস্তানের অখন্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই মামলাটির পূর্ণ নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান গং মামলা। তবে এটি আগরতলা ষড়যন্ত্র মামলা হিসাবেই বেশি পরিচিত, কারণ মামলার অভিযোগে বলা হয়েছিল যে, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে কথিত ষড়যন্ত্রটি শুরু হয়েছিল।
মামলার বিরুদ্ধে তীব্র জনআন্দোলনের মুখে পাকিস্তান সরকার পিছু হটতে বাধ্য হয় । উনসত্তরের গণঅভ্যুত্থান নামক এই জনআন্দোলনের মুখে ১৯৬৯ খ্রীস্টাব্দের জানুয়ারি মাসে পাকিস্তানের শাসক জেনারেল আইয়ুব খানের পতন ঘটে, এবং এই মামলাটি সরকার প্রত্যাহার করে নেয়। এই মামলা এবং এ থেকে শুরু হওয়া আন্দোলনকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে প্রেরণাদানকারী অন্যতম প্রধান ঘটনা বলে গণ্য করা হয়।