অলিম্পাস (ইপিরাস)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলিম্পাস ইপিরাসের রাজকন্যা ও মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপের চতুর্থ স্ত্রী। অলিম্পাসের গর্ভেই জন্ম লাভ করে আলেকজান্ডার। বলা হয়, অলিম্পাস সাপ নিয়ে থাকতে পছন্দ করতেন। ফলে রাজা ফিলিপ তার সাথে সহবাসে ভয় পেতেন। কিন্তু অলিম্পাস গর্ভবতি হয়ে পড়লে, এটা ধারণা করা হয় তার গর্ভে জিউসের সন্তান এসেছে। আলেকজান্ডারের জন্মের আগে তিনি স্বপ্ন দেখেন তার গর্ভে বিদ্যুৎ চমকাচ্ছে। ফিলিপ স্বপ্নে দেখেন তিনি অলিম্পাসের গর্ভে সিংহের সিল মেরে দিচ্ছেন। পরে রাজ জোতিষি বলেন, এই স্বপ্নের অর্থ হল, তাদের সন্তানের চরিত্র হিংহের মত হবে।
Categories: অসম্পূর্ণ | জীবনী | গ্রীক