অনাদিকুমার দস্তিদার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনাদিকুমার দস্তিদার (১৯০৩-১৯৭৪) বাঙালি সঙ্গীতশিল্পী। তার জন্ম সিলেটে। অনাদিকুমার রবীন্দ্র সঙ্গীতের অন্যতম প্রচারক। তিনি বহু গানের স্বরলিপি প্রণয়ন করেন। তিনি টেগোর রিসার্চ ইন্সিটিউট কর্তৃক রবীন্দ্রতত্ত্ববিশারদ উপাধিতে ভূষিত হন।