অতীশ দীপঙ্কর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অতীশ দীপঙ্কর বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মুগ্রহণ করেন। এটি বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। তিনি বাংলা তথা বিক্রমপুর আর চীনের মধ্যে হাজার বছর আগে মৈত্রীর সেতু বন্ধন রচনা করেছিলেন। অতীশ দীপঙ্কর গৌড়ীয় রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম কল্ল্যাণ শ্রী ও মাতার নাম ছিল প্রভাবতী। অতীশ দীপঙ্করের ছোটবেলায় নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। সে সময়ের প্রখ্যাত বৌদ্ধ পন্ডিত অগ্রদূত জেত্যারির কাছে তিনি পাচঁটি অপ্রধান বিজ্ঞান বিদ্যা লাভ করেন। তিনি ত্রিপিটক ভৈবাষিক দর্শন ও তান্ত্রিক শাস্ত্রে অসাধারন পান্ডিত্য অর্জন করেন। ওদন্তপুরী বিহারের জ্ঞানী ভীক্ষু রাহুল গুপ্ত তাকে গুহ্যজ্ঞান ব্রজ পদবীতে ভূষিত করেন। ওদন্তপুরী বিহারের মহাসঙ্কিক আচার্য রক্ষিত তাকে দীপঙ্কর শ্রীজ্ঞান নাম দেন। চীন সম্রাট দীপঙ্করের পান্ডিত্য বিজ্ঞতার জন্য তাকে অতীশ বা শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন। ১০৫৪ সালে তিয়াত্তর বছর বয়সে তিব্বতের লাসা নগরীর অদূরে নেয়াঙ অঞ্চলে তারই নির্মিত তারা দেবীর মন্দিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।