হালিশহর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হালিশহর বাংলাদেশের দক্ষিনাঞ্চলীয় চট্টগ্রাম শহরের একটি বর্ধিষ্ণু এলাকা। এটি উত্তর হালিশহর ও দক্ষিণ হালিশহরের সমন্বয়ে গঠিত। এর উত্তরে কাট্টলি ও পাহাড়তলী, দক্ষিণে বন্দর এলাকা, পূর্বে আগ্রাবাদ, এবংপশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র আর্টিলারী স্কুলটি অবস্থিত। হালিশহর মূলতঃ আবাসিক এলাকা হিসাবে পরিচিত। উত্তর হালিশহর ১০ টি ব্লকে বিভক্ত,A-Block,B-Block,G-Block,H-Block,I-Block,J-Block,K-Block,L-Block,New A-Block এবং New I-Block,সবচেয়ে বড় ব্লক B-Block,যা বঙ্গপোসাগর উপকুলবর্র্তী,
চট্টগ্রাম জেলা | |
---|---|
উপজেলা/থানাঃ আনোয়ারা | বাঁশখালী | বোয়ালখালী | চন্দনাঈশ | ফটিকছড়ি | হাটহাজারী | লোহাগড়া | মীরসরাই | পটিয়া | রাঙ্গুনিয়া | রাউজান | সন্দ্বীপ | সাতকানিয়া | সীতাকুন্ড | | |
শহরাঞ্চল: আগ্রাবাদ | নাসিরাবাদ | পাথরঘাটা | নালাপাড়া | পতেঙ্গা | হালিশহর | পাঁচলাইশ | বহদ্দারহাট |