সবল মিথষ্ক্রিয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সবল মিথষ্ক্রিয়া(strong interaction) হলো মৌলিক কণিকাসমূহের মধ্যে ক্রিয়াশীল ৪ প্রকারের(মহাকর্ষ, তাড়িৎ-চৌম্বক, সবল এবং দুর্বল) মিথষ্ক্রিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী। পরমাণুর কেন্দ্রীনের মধ্যে প্রোটন ও নিউট্রনকে একত্রে ধরে রাখার জন্যে যেসব কেন্দ্রীন বল দায়ী তারা আসলে কণিকাগুলির নিজেদের মধ্যে সংঘটিত সবল মিথষ্ক্রিয়া থেকে উৎপন্ন হয়। সবল মিথষ্ক্রিয়া শুধু হ্যাড্রনকে প্রভাবিত করে, লেপটন এবং ফোটনের উপর এর কোন প্রভাব নাই।