মহাকাশ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমাদের মাথার উপর যে আকাশ, তার বায়ু ইত্যাদ ছাড়িয়ে, পৃথিবী থেকে আরো দুরে গেলে পৌছব মহাকাশ-এ (=নভঃ= ব্যোম)। মহাকাশকে মহাশূণ্য(vaccum) বলা হলেও এর মধ্যে স্বল্প পরিমাণ সাধারণ ও বিপরীত পদার্থ (matter and anti matter) বিরাজমান।
রকেট ইত্যদি মহাকাশ-যান-এ যাত্রীদের বলা হয় অ্যস্ট্রনট্ (astronaut) (বা রাশিয়ান হলে কস্মোনট্ (cosmonaut)) যাকে বাংলায় নভচর বা বা মহাকাশচারী মহাশূণ্যচারী বলা যায়। প্রথম মশাকাশচারী রাশিয়ার য়ুরি গ্যাগারিন