বুদাপেস্ট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|||||
জনপ্রিয় নাম: "Paris of the East", "Pearl of the Danube" or "Queen of the Danube" |
|||||
হাঙ্গেরিতে বুদাপেস্টের অবস্থান | |||||
দেশ | হাঙ্গেরি | ||||
---|---|---|---|---|---|
হাঙ্গেরির কাউন্টি | পেস্ট | ||||
মেয়র | গ্যাবর ডেমস্কি | ||||
এলাকা | |||||
- City | 525,16 km² | ||||
- ভূমি | n/a km² | ||||
- জলভাগ | n/a km² | ||||
জনসংখ্যা | |||||
- City (২০০৬) | 1,695,000 | ||||
- ঘনত্ব | 3570/km² | ||||
সময় এলাকা | CET (UTC+1) | ||||
- Summer (DST) | CEST (UTC+2) | ||||
ওয়েবসাইট: www.budapest.hu |
বুদাপেস্ট (হাঙ্গেরীয় ভাষায় Budapest বুদাপেশ্ত ['budɑpɛʃt]) হাঙ্গেরির রাজধানী ও প্রধান শহর। এটি দেশের রাজনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও যোগাযোগব্যবস্থার কেন্দ্রস্থল।
বুদাপেস্টের জনসংখ্যা প্রায় ১৭ লাখ। দানিয়ুব নদীর দুই তীরের শহর - পশ্চিম তীরের বুদা ও পুরানো বুদা, এবং পূর্ব তীরের পেস্ট শহর গুলি একত্রিত হয়ে ১৮৭৩ খ্রিস্টাব্দের ডিসেম্বর ১৭ তারিখে বুদাপেস্ট নগরীর পত্তন হয়। বর্তমানে এটি ইউরোপীয় ইউনিয়ন এর ৮ম বৃহত্তম শহর।
অ্যামস্টারডাম| অ্যাথেন্স | বার্লিন | ব্রাতিস্লাভা | ব্রাসেল্স | বুদাপেস্ট | কোপেনহেগেন | ডাবলিন | হেলসিঙ্কি | লিসবন | লুবলিয়ানা | লন্ডন | লুক্সেমবুর্গ | মাদ্রিদ | নিকোসিয়া | প্যারিস | প্রাগ | রিগা | রোম | স্টকহোম | তাল্লিন | ভ্যালেটা | ভিয়েনা | ভিল্নিয়াস | ওয়ার্শ