ফেরহাত আব্বাস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফেরহাত আব্বাস (অক্টোবর ২৪, ১৮৯৯ - ডিসেম্বর ২৪, ১৯৮৫) একজন আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি। তিনি ১৯৬২ সালে আলজেরিয়ার স্বাধীনতার পর দেশটির প্রথম রাষ্ট্রপতি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন।
রসায়নের ছাত্র আব্বাস ১৯২৪ সালে মুসলিম ছাত্রদের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ১৯৩৯ থেকে তিনি ফরাসি সেনাবাহিনীর হয়ে লড়াই করা শুরু করেন। কিন্তু ১৯৪২ সালে ফ্রান্স থেকে আলজেরিয়ার স্বায়ত্বশাসনের ওপর একটি ম্যানিফেস্টো লেখেন। ১৯৫৬ সালে তিনি বেন বেলার ফ্রঁ দ্য লিবেরাসিওঁ নাসিওনাল-এ যোগ দেন। আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় তিনি তিউনিসে আলজেরিয়ার নির্বাসিত সরকার প্রতিষ্ঠা করেন। আলজেরিয়ার স্বাধীনতার পর তিনি দেশটির জাতীয় সংসদের (১৯৬২ - ১৯৬৩) রাষ্ট্রপতি ও দেশের সাময়িক রাষ্ট্রপ্রধান পদে আসীন হন। কিন্তু মধ্যপন্থী জাতীয়তাবাদী নেতা হিসেবে শিঘ্রই তিনি বেন বেলার আনুকূল্য হারান। ১৯৬৩ সালে তিনি আলজেরিয়া থেকে নির্বাসিত হন, তবে মৃত্যুর কিছুদিন আগে তাঁকে দেশে ফেরত আসতে দেয়া হয়।