দৈনিক প্রথম আলো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দৈনিক প্রথম আলো একটি বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা ভাষার দৈনিক সংবাদপত্র। ১৯৯৮ সালের ৪ নভেম্বর এ প্রত্রিকা প্রথম প্রকাশিত হয়। এ পত্রিকার বাণিজ্যিক শ্লোগান হিসেবে ব্যবহৃত হয় "যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো"। রেমন ম্যাগসেসাই পুরস্কারপ্রাপ্ত মতিউর রহমান এ পত্রিকার সম্পাদক, এবং দি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম এর প্রকাশক।
[সম্পাদনা করুন] নিয়মিত আয়োজন
প্রথম আলোর নিয়মিত আয়োজনে আছে- সংবাদ, সম্পাদকীয়, সারা দেশ, বিশাল বাংলা, সারা বিশ্ব, খেলাধূলা, বিনোদন, পড়াশোনা, কম্পিউটার প্রতিদিন, চিঠিপত্র। ফিচার হিসেবে আছে- ছুটির দিনে, কাজের খবর, গণিত ইশকুল, স্টেডিয়াম, বিজ্ঞান প্রজন্ম, আইন আদালত, আলপিন, নকশা, নারীমঞ্চ, স্বাস্থ্যকুশল, আনন্দ, সাময়িকী, অন্যআলো, প্রজন্ম ডট কম। এছাড়াও ঢাকায় থাকি, আলোকিত চট্টগ্রাম, আলোকিত উত্তর, আলোকিত দক্ষিণ, আলোকিত সিলেট নামে বিভিন্ন আঞ্চলিক আয়োজন।
সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িয়ে আছে প্রথম আলো। এসিড সন্ত্রাস রোধ, মাদক বিরোধী আন্দোলনসহ আছে নানান আয়োজন। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগীতার মতো আয়োজনগুলোতে নতুন প্রজন্মের জন্য থাকে আশাজাগানিয়া সুর।