দৈনিক ইত্তেফাক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দৈনিক ইত্তেফাক একটি বাংলা দৈনিক সংবাদপত্র। ২৪ ডিসেম্বর ১৯৫৩ সালে দৈনিক ইত্তেফাক সর্বপ্রথম প্রকাশিত হয়। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রকাশিত হয়ে থাকে। ইত্তেফাক এর প্রতিষ্ঠাতা হচ্ছেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া। এর সম্পাদক ব্যারিস্টার মইনুল হোসেন।
[সম্পাদনা করুন] নিয়মিত আয়োজন
দৈনিক ইত্তেফাকের নিয়মিত আয়োজনে আছে- প্রথম পাতা, শেষ পাতা, অন্যান্য খবর, সম্পাদকীয়, চিঠিপত্র, বিশ্ব সংবাদ, রাজধানীর আশেপাশে, খেলার খবর, আইটি কর্ণার, তথ্যপ্রযুক্তি, শেয়ার বাজার, রাশিফল, অর্থনীতি, বন্দর নগরী, স্বাস্থ্য পরিচর্যা, তরুণকন্ঠ, মহিলা অঙ্গন, ক্যাম্পাস, সাহিত্য সাময়িকী, কচি-কাঁচার আসর, ধর্মচিন্তা, কড়চা, আনন্দ বিনোদন, এই নগরী -সহ আরো অনেক অনেক আয়োজন।