থিওডোর কালুজা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
থিওডোর ফ্রাঞ্জ এডুয়ার্ড কালুজা (নভেম্বর ৯, ১৮৮৫ – জানুয়ারি ১৯, ১৯৫৪) জার্মানি'র রেটিবোরে (যেটি বর্তমানে পোল্যান্ডের রেকিবোর্জ) জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মেধাবী গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী। পঞ্চমাত্রার স্থানে ক্ষেত্রসমীকরণ সংক্রান্ত কালুজা-ক্লেইন তত্ত্বের জন্য কালুজা বিখ্যাত হয়ে আছেন।