গল্পগুচ্ছ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গল্পগুচ্ছ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরএর ছোটগল্পের সংকলন। কবি বাংলা ১২৯৮ থেকে ১৩১০ সালের মধ্যে বেশিরভাগ গল্প লিখেছেন। অখন্ড সংস্করণে মোট ৯১টি গল্প রয়েছে। উল্লেখযোগ্য গল্প - পোস্ট মাস্টার,ব্যবধান, হৈমন্তী, নষ্টনীড়,মাল্যদান, ফেল ইত্যাদি। ১৯০৮-১৯০৯ সালে ইন্ডিয়ান পাবলিশিং হাউস ৫ খন্ডে এগুলো প্রকাশ করে। তবে ১৩০৭ বঙ্গাব্দে মজুমদার লাইব্রেরী প্রকাশিত সংস্করণকেই প্রথম সংস্করণ হিসাবে গণ্য করা হয়।