সের্গে আইজেনস্টাইন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সের্গে আইজেনস্টাইন (জানুয়ারি ২৩, ১৮৯৮ - ফেব্রুয়ারি ১১, ১৯৪৮) সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক। তার বিখ্যাত চলচ্চিত্র হচ্ছে ব্যাটলশিপ পটেমকিন, অক্টোবর। তার চলচ্চিত্রে মন্তাজের অসাধারণ ব্যবহার দেখা যায়।