সেপ্টেম্বর ১
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেপ্টেম্বর ১ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৩ তম (অধিবর্ষে ২৪৪ তম) দিন ।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] ঘটনাবলী
- খ্রিস্টপূর্ব ৫৫০৯ - বাইজেন্টাইন সাম্রাজ্যের হিসেব মতে বিশ্ব সৃষ্টি হয়েছিল।
- ১৬৪৪ - ফ্রান্সের রাজা চতুর্দশ লুইস ৭২ বছর বয়সে মৃত্যু বরণ করেণ।
- ১৯১৪ - রাশিয়ার সেন্ট. পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড়।
- ১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমন করে, যুদ্ধের সূচনা করে।
- ১৯৬৯ - লিবিয়াতে এক বিদ্রোহের মাধ্যমে কর্ণেল গাদ্দাফি ক্ষমতায় আসেন।
- ১৯৯১ - উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ২০০৪ - রাশিয়ায় বেলসান স্কুলে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষদের অপহরণ করে।
[সম্পাদনা করুন] জন্ম
- ১৮৮৪- হেনরী ফোরেল, সুইজাল্যান্ডীয় এন্টোমলজিস্ট।
- ১৮৫৬- সার্গেই উইনোগার্ডস্কি রুশ অণুজীব বিজ্ঞানী।
- ১৮৭৭- ফ্রান্সিস উইলিয়াম অ্যাস্টন, নোবেন পুরুস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।
- ১৯১৮ - মুহাম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক।
- ১৯৭১ - হাকান শুকুর, তুর্কি ফুটবলার যিনি স্ট্রাইকার অবস্থানে খেলেন।
[সম্পাদনা করুন] মৃত্যু
- ১১৫৯ - পোপ চতুর্থ অ্যাড্রেইন
- ১৫৫৭ - জ্যাকস কার্টিয়ার, ফরাসি অভিযাত্রী। তাকে কানাডার অন্যতম আবিস্কারক মনে করা হয়।
- ১৫৭৪ - গুরু অমর দাস তৃতীয়
- ১৫৮১ - গুরু অমর দাস চতুর্থ
- ১৬৪৮ - মারাঁ মের্সেন, ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ।
- ১৬৮৭ - হেনরি মুর, ইংরেজ দার্শনিক।
- ১৭১৫ - চতুর্দশ লুইস ফ্রান্সের রাজা।
- ১৯৮২ - হার্সেল কুরি মার্কিন গনিতবিদ।
- ২০০৪ - মুফতি আহমেদ কুফতার, সিরিয়ার গ্রান্ড।
[সম্পাদনা করুন] ছুটি ও অন্যান্য
- জ্ঞান দিবস (রাশিয়া)
- বিদ্রোহ দিবস (লিবিয়া)
- শিক্ষক দিবস (সিংগাপুর)
- স্বাধীনতা দিবস (উজবেকিস্তান)
- সংবিধান দিবস (স্লোভাকিয়া)
- ইস্টার্ন অর্থোডক্স চার্চে এই দিনে বছর শুরু হয়।