ভারতরত্ন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারত রত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক যা শিল্প, সাহিত্য ও বিজ্ঞানের ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান এবং জনসেবায় সর্বোচ্চ মর্যাদার জন্য প্রদান করা হয়।
ভারতের রাষ্ট্রপতি ড: রাজেন্দ্র প্রসাদ এর ২রা জানুয়ারী ১৯৫৪ সালের এক আদেশবলে ভারত রত্ন পদক প্রদান শুরু হয়। প্রথমে যে পদক দেয়া হতো তা ছিল ৩৫ মিলিমিটার ডায়ামিটারের বৃত্তাকৃতি স্বর্ণ পদক। এর একদিকে ছিল উপরে সূর্য ও হিন্দীতে ভারত রত্ন লেখা এবং তার নিচে ছিল ফুলের তোড়া। অন্য পাশে ছিল ভারতের রাষ্ট্রীয় প্রতীক। সাদা রিবন দিয়ে এই পদক গলায় পরিয়ে দেয়া হতো। কিন্তু এক বছর পরেই এর নকশ বদলিয়ে ফেলা হয়।
সর্বপ্রথম এ পদক প্রদান করা হয় ১৯৫৪ সালে বিখ্যাত বিজ্ঞানী চন্দ্রশেখর ভেংকট রমনকে। সেই থেকে আজ অবধি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই পদক দেয়া হয়েছে। এটা ভারত রত্ন পদক যে কেবলমাত্র ভারতীয়দেরই দেয়া হবে তা কোথাও লিখা নেই। নাগরিকত্ব গ্রহণকারী ভারতীয়দেরও এই পদকে সম্মানিত করা হয়েছে। যেমন ১৯৯০ সালে মাদার তেরেসা এবং দুজন বিদেশী নাগরিককেও এই পদকে ভুষিত করা হয়েছে। এঁরা হলেন খান আবদুল গাফফার থান (১৯৮৭) ও নেলসন ম্যান্ডেলা (১৯৯০)। ভারত রত্ন প্রতি বছরই দেয়া হবে এমন কোন নিয়ম নেই। সর্বশেষ এই পদক পান ২০০১ সালে কুমারী লতা দীননাথ মঙ্গেশকার এবং ওস্তাদ বিসমিল্লাহ্ খান সাহেব।