বাংলাদেশের সংস্কৃতি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সূচিপত্র |
[সম্পাদনা করুন] সাহিত্য ও সঙ্গীত
বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্য হাজার বছরের বেশি পুরনো। ৭ম শতাব্দীতে লেখা বৌদ্ধ দোহার সঙ্কলন চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত। মধ্যযুগে বাংলা ভাষায় কাব্য, লোকগীতি, ও পালাগানের প্রচলন ঘটে। উনবিংশ ও বিংশ শতাব্দীতে বাংলা কাব্য ও গদ্যসাহিত্যের ব্যাপক বিকাশ ঘটে। নোবেল পুরষ্কার বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রমুখ বাংলা ভাষায় সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। বাংলার লোক সাহিত্যও সমৃদ্ধ; মৈমনসিংহ গীতিকায় এর পরিচয় পাওয়া যায়।
বাংলাদেশের সঙ্গীত বাণীপ্রধান; এখানে যন্ত্রসঙ্গীতের ভূমিকা সামান্য। গ্রাম বাংলার লোক সংগীতের মধ্যে বাউল গান, জারি, সারি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদী, গম্ভীরা, কবিগান ইত্যাদি উল্লেখযোগ্য। গ্রামাঞ্চলের এই লোকসঙ্গীতের সাথে বাদ্যযন্ত্র হিসাবে মূলত একতারা, দোতারা, ঢোল, বাঁশি ইত্যাদি ব্যবহার করা হয়।
[সম্পাদনা করুন] নৃত্য
নৃত্যশিল্পের নানা ধরন বাংলাদেশে প্রচলিত। এর মধ্যে রয়েছে উপজাতীয় নৃত্য, লোকজ নৃত্য, শাস্ত্রীয় নৃত্য ইত্যাদি। দেশের গ্রামাঞ্চলে যাত্রা পালার প্রচলন রয়েছে। ঢাকা-কেন্দ্রিক চলচ্চিত্র শিল্প হতে প্রতি বছর প্রায় ৮০ হতে ১০০টি বাংলা চলচ্চিত্র তৈরী করা হয়।[১]
[সম্পাদনা করুন] গণমাধ্যম
বাংলাদেশে মোট প্রায় ২০০টি দৈনিক সংবাদ পত্র ও ১৮০০রও বেশি সাপ্তাহিক বা মাসিক পত্রিকা প্রকাশিত হয়। তবে নিয়মিতভাবে পত্রিকা পড়েন এরকম লোকের সংখ্যা কম, মোট জনসংখ্যার মাত্র ১৫%। [২] গণমাধ্যমের মধ্যে রেডিও অঙ্গনে বাংলাদেশ বেতার ও বিবিসি বাংলা জনপ্রিয়। সরকারী টেলিভিশন সংস্থা বাংলাদেশ টেলিভিশন ছাড়াও বাংলাদেশ থেকে ৫টির বেশি উপগ্রহভিত্তিক টেলিভিশন চ্যানেল সম্প্রচারিত হয়।
[সম্পাদনা করুন] রন্ধন
বাংলাদেশের রান্না-বান্নার ঐতিহ্যের সাথে ভারতীয় ও মধ্যপ্রাচ্যের রান্নার প্রভাব রয়েছে। ভাত, ডাল ও মাছ বাংলাদেশীদের প্রধান খাবার, যেজন্য বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি। দেশে ছানা ও অন্যান্য প্রকারের মিষ্টান্ন , যেমন রসগোল্লা, চমচম বেশ জনপ্রিয়।
[সম্পাদনা করুন] পোষাক
বাংলাদেশের নারীদের প্রধান পোষাক শাড়ি। অল্পবয়স্ক মেয়েদের মধ্যে, বিশেষতঃ শহরাঞ্চলে সালোয়ার কামিজেরও চল রয়েছে। পুরুষদের প্রধান পোষাক লুঙ্গি, তবে শহরাঞ্চলে পাশ্চাত্যের পোষাক শার্ট-প্যান্ট প্রচলিত। বিশেষ অনুষ্ঠানে পুরুষরা পাঞ্জাবী-পায়জামা পরিধান করে থাকেন।
[সম্পাদনা করুন] সামাজিক অনুষ্ঠান
এখানকার প্রধান সামাজিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে মুসলমান সম্প্রদায়ের উত্সব ঈদুল ফিত্র ও ঈদুল আজহা, এবং হিন্দু সম্প্রদায়ের দূর্গা পূজা। বৌদ্ধদের প্রধান উত্সব বৌদ্ধ পূর্ণিমা, আর খ্রীস্টানদের বড়দিন। সার্বজনীন উত্সবের মধ্যে পহেলা বৈশাখ প্রধান। গ্রামাঞ্চলে নবান্ন, পৌষ পার্বণ ইত্যাদি লোকজ উত্সবের প্রচলন রয়েছে। এছাড়া স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং ভাষা আন্দোলনের স্মরণে একুশে ফেব্রুয়ারি পালিত হয়।
[সম্পাদনা করুন] ক্রীড়া
ক্রিকেট ও ফুটবল বাংলাদেশের জনপ্রিয়তম খেলা। ২০০০ সালে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। অন্যান্য খেলার মধ্যে হকি, হ্যান্ডবল, সাঁতার এবং দাবা উল্লেখযোগ্য। এ যাবৎ ৩ জন বাংলাদেশী - নিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান, এবং রিফাত বিন সাত্তার - দাবার আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার খেতাব লাভ করেছেন।[৩]
[সম্পাদনা করুন] তথ্যসূত্র
- ↑ Feature film in Banglapedia
- ↑ Newspapers and periodicals in Banglapedia
- ↑ Rifat gets GrandMaster title, দি নিউ নেশন, জুলাই ৮, ২০০৬।
[সম্পাদনা করুন] আরও দেখুন
এশিয়ার সংস্কৃতি (Asia) - সম্পাদনা |
---|
আজারবাইজান (Azarbaijan) • আফগানিস্তান (Afghanistan) • ইন্দোনেশিয়া (Indonesia) • ইয়েমেন (Yemen) • ইরাক (Iraq) • ইরান (Iran) • ইসরায়েল (Israel) • উজবেকিস্তান (Uzbekistan) • উত্তর কোরিয়া (North Korea) • ওমান (Oman) • ক্যাম্বোডিয়া (Cambodia) • কুয়েত (Kuwait) • কাজাকিস্তান (Kazakhstan) • কাতার (Qatar) • কিরগিজিস্তান (Kyrgyzstan) • চীন (China) • জর্ডান (Jordan) • জাপান (Japan) • তুর্কমেনিস্তান (Turkmenistan) • তুরস্ক (Turkey) • তাজিকিস্তান (Tajikistan) • থাইল্যান্ড (Thailand) • দক্ষিণ কোরিয়া (South Korea) • নেপাল (Nepal) • পূর্ব তিমুর (East Timor) • পাকিস্তান (Pakistan) • ফিলিপাইন (The Phillipines) • ব্রুনাই (Brunei) • বাংলাদেশ (Bangladesh) • বাহরাইন (Bahrain) • ভুটান (Bhutan) • ভারত (India) • ভিয়েতনাম (Vietnam) • মঙ্গোলিয়া (Mongolia) • মায়ানমার (Myanmar) • মালদ্বীপ (Maldives) • মালয়েশিয়া (Malaysia) • লাওস (Laos) • লেবানন (Lebanon) • শ্রীলংকা (Sri Lanka) • সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates) • সাইপ্রাস (Cyprus) • সিঙ্গাপুর (Singapore) • সিরিয়া (Syria) • সৌদি আরব (Saudi Arabia) |
ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর