পদ্মবিভূষণ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। একটি মেডেল ও একটি সম্মাননা পত্রের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি এই পদক প্রদান করেন।
১৯৫৪ সালে জানুয়ারী ২ তারিখে এর প্রতিষ্ঠা করা হয়। এর পরপরই ভারতরত্ন এবং পদ্মভূষণ পদক প্রদান শুরু হয়। যে কোন বিষয়ে বিশেষ এবং ব্যতিক্রমী অবদান রাখবার জন্য এই পদক প্রদান করা হয়। সরকারী কাজে অবদানের জন্যও এই পদক দেয়া হয়।
[সম্পাদনা করুন] তথ্য উৎস :
- ইংরেজী উইকিপিডিয়া