উইকিপেডিয়া:দ্ব্যর্থতা নিরসন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্ব্যর্থতা নিরসন হল একই বা কাছাকাছি শিরোনামের বিষয়ের মধ্যে বিভ্রান্তি বা ভূল বোঝাবোঝি এড়ানোর উদ্দেশ্যে তৈরীকৃত পৃষ্ঠা। যদি একাধিক নিবন্ধের শিরোনামের মধ্যে বিভ্রান্তি হওয়ার অবকাশ থাকে, অথবা একই শব্দ পরিস্থিতি বিশেষে আলাদা জিনিষ নির্দেশ করে থাকে, সেই ক্ষেত্রে এই প্রক্রিয়া ব্যবহার করা হয়ে থাকে।
উদাহরণ স্বরূপ, শনি শব্দটি দ্বারা শনি গ্রহ, শনিবার অথবা শনি দেব কে বোঝানো হতে পারে, তাই বিভ্রান্তি নিরসনের জন্য শনি পৃষ্ঠাটিতে সবগুলো বিষয়ের প্রতি অভ্যন্তরীন উইকিসংযোগ প্রদান করা উচিৎ। সেই সাথে শনি পৃষ্ঠাটিতে {{দ্ব্যর্থতা নিরসন}} টেম্পলেটটি ব্যবহার করে নির্দেশ করতে হবে যে, এটি দ্ব্যর্থতা নিরসনে ব্যবহৃত একটি টেম্পলেট।