আব্দ আল আজিজ ইবনে সাউদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দ আল আজিজ ইবনে সাউদ সংক্ষেপে "ইবনে সাউদ" (২৪শে নভেম্বর, ১৮৮০ - ৯ই নভেম্বর, ১৯৫৩) সৌদী আরবের প্রথম রাজা ছিলেন।
ইবনে সাউদ রিয়াদ শহরে ওয়াহাবি রাজবংশে জন্মগ্রহণ করেন। ১৯০২ সালে তিনি কুয়েতে নির্বাসিত হন। সেখান থেকে তিনি বেদুইন বিদ্রোহ গঠন করে ও তার সফল নেতৃত্ব দিয়ে রিয়াদ পুনরায় দখল করেন। এরপর তিনি তুর্কী প্রদেশ আল হাসা বিজয় করেন ও ১৯১৫ সালে ব্রিটিশরা তাঁকে নাজদ ও হাসার আমীর হিসেবে মেনে নেয়। এরপর তিনি হুসেইন ইবনে আলির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং ১৯২৩ সালে তাঁকে পরাজিত করে আজির দখলে সফল হন। ১৯২৫ সালে তিনি মক্কা শহর জয় করেন। ১৯২৬ সালের ৮ই জানুয়ারিতে মক্কায় তিনি নিজেকে হেজাজ ও নাজদের রাজা হিসেবে প্রচার করেন। এই অঞ্চল দুটি আরব উপদ্বীপের অধিকাংশ এলাকা জুড়ে বিস্তৃত ছিল। ১৯৩২ সালে তিনি তার রাজ্যের নাম বদলে সৌদী আরব রাখেন।
তাঁর শাসনের সময়েই ১৯৩৩ সালে সৌদী আরবে তেল অনুসন্ধানের জন্য খননকাজ এবং সেই সাথে দেশটির ভবিষ্যৎ উন্নতির সূচনা হয়। ১৯৪৪ সালে তিনি আরব-মার্কিন তেল কম্পানি (Arab-American Oil Company) বা আরামকো (ARAMCO) প্রতিষ্ঠা করেন। তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন।