অমল হোম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অমল হোম (১০ই নভেম্বর, ১৮৯৩- ২৩শে আগস্ট, ১৯৭৫) বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক। চব্বিশ পরগণা জেলার মজিলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সাংবাদিকতা জীবনের বিভিন্ন সময় তিনি সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের 'বেঙ্গলী', লালা লাজপত রায় প্রতিষ্ঠিত ইংরেজী দৈনিক 'দি পাঞ্জাবী', কালীনাথ রায় সম্পাদিত লাহোরের 'দি ট্রিবিউন', বিপিনচন্দ্র পালের সহকারী হিসেবে মতিলাল নেহেরুর 'দি ইন্ডিপেন্ডেন্ট', কলকাতায় 'ইন্ডিয়ান ডেইলী নিউজ', 'ক্যালকাটা মিউনিসিপ্যাল', 'হিন্দুস্তান স্ট্যান্ডার্ড' পত্রিকায় কর্মরত ছিলেন। ১৯৪৯ সালে অমল হোম তৎকালীন মূখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের আগ্রহে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের 'ডাইরেক্টর অব পাবলিসিটি' পদে যোগদান করেন।
[সম্পাদনা করুন] উল্লেখযোগ্য গ্রন্থ
- Rammohan Roy and His Works
- Some Aspects of Modern Journalism in India