অমলেন্দু বিশ্বাস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অমলেন্দু বিশ্বাস (১৯২৫- ১৩ই অক্টোবর, ১৯৮৭) বাংলাদেশী যাত্রা অভিনেতা ও পরিচালক। তাঁর স্ত্রী জ্যোৎস্না বিশ্বাস বাংলাদেশের শীর্ষস্থানীয় যাত্রা অভিনেত্রী। অমলেন্দু বিশ্বাস পিতার কর্মক্ষেত্র বার্মায় (বর্তমান মায়ানমার)জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ঢাকায়।
অমলেন্দু বিশ্বাস মধুসূদন, জানোয়ার, লেনিন, অচল পয়সা, সন্ন্যাসী, সিরাজদ্দৌলা, সম্রাট জাহাঙ্গীর প্রভৃতি যাত্রাপালায় নায়কের ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। অমলেন্দু বিশ্বাসের কন্যা অরুণা বিশ্বাস একজন পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেত্রী।
[সম্পাদনা করুন] সম্মাননা
- বাচসাস সিকোয়েন্স পুরস্কার।
- শিল্পকলা একাডেমী পুরস্কার।
- একুশে পদক (মরণোত্তর)।