অমলকৃষ্ণ সোম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অমলকৃষ্ণ সোম (মৃত্যু ১৬ই মার্চ, ১৯৭১) বাঙালি মঞ্চাভিনেতা। ষাটের দশকে প্রধানত খল-চরিত্রে মঞ্চে অভিনয় করে সুনাম ও খ্যাতি অর্জন করেন। তাঁর জন্ম নড়াইল জেলায়। অমলকৃষ্ণ সোমের প্রায় ১০০টির মতো নাটকে অভিনয় করেছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরুর প্রাক্কালে পাকিস্তান সেনাবাহিনী তাকে যশোরের বাসভবন থেকে গ্রেফতার করে এবং পরবর্তীতে হত্যা করে।